ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই সাতদিনব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 6:18 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সাতদিনব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সরকারের দেওয়া সকল সুবিধা গ্রহণ করুন এবং স্বাবলম্বী হন। সরকারের দেওয়া সুবিধা গ্রহণ করে সমাজ তথা দেশ উন্নয়নে কাজ করুন।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে, কোর্স সমন্বয়কারী ও কাপ্তাই যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. খায়রুল আলমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ঊষা মগ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল হক, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন ও বর্তমান সভাপতি কবির হোসেন।

সাতদিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন মহিলা অংশ নিচ্ছেন।