কাপ্তাই লেক হতে পাচারকালে সেগুন ও গামার কাঠ জব্দ
ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে নৌকাযোগে অবৈধভাবে পাচারকালে ৭লাখ টাকার মূল্যবান সেগুন ও গামার কাঠ জব্দ করা হয়েছে ।
শুক্রবার (১৫সেপ্টেম্বর) দুপুরে হতে রাত গগ১১টা পর্যন্ত কাপ্তাই জীবতলী ১০আর ই ব্যাটালিয়ন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় ।
এসময় একটি পাচারকারি দল নৌকাযোগে কাঠ পাচার করার সময় ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ আটক করা হয় ।
উদ্ধারকৃত কাঠের পরিমান ৩১০.৮৯ঘনফুট, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।
তিনি আরোও জানান, যৌথবাহিনী অভিযান করে পাচারকালে কাঠগুলো আটক করা হয়েছে। এসময় কাপ্তাই বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম সহ সেনা ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। জব্দ কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। এবং বন মামলা দায়ের করা হয়েছে।