কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের অভিযান:ইলেকট্রনিক ডিভাইস, কাঠ ও ইঞ্জিন নৌকা জব্দ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্রের অভিযানে কাপ্তাই লেকে অবৈধভাবে ইলেকট্রনিক শর্ট ব্যবহার করে মাছ ধরার সময় ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা হতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলার শুকনাছড়ি, হরিনছড়া ও ভাইবোনছড়া এবং বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় উপকেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন।











