ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৯:৫০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই বিএসপিআইয়ে সেমিনার ও জব ফেয়ার–২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:13 pm


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এর আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সিভিল (উড) ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষে সেমিনার ও জব ফেয়ার–২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন এবং সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী), বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কুয়েট), চিফ কোর্স কো-অর্ডিনেটর, ওয়েল আপ টেকনোলজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, চিফ ইন্সট্রাক্টর, অটোমোবাইল ডিপার্টমেন্ট, বিএসপিআই। মো. তারেকুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর, কম্পিউটার ডিপার্টমেন্ট, বিএসপিআই-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত কোম্পানির প্রতিনিধি, চাকরি প্রত্যাশী এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০টি শিল্প প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি প্রদানের নিমিত্তে তাদের স্টল দেয়। চাকরি প্রত্যাশীরা চাকরি পাওয়ার আশায় স্টলে সিভি জমা দেওয়ার সুবিধার্থে এই আয়োজন করা হয়েছে বলে বিএসপিআই-এর অধ্যক্ষ জানান।