কাপ্তাই ফায়ার স্টেশন পরিদর্শনে পরিচালক শহীদ আতাহার হোসেন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত উপসহকারী পরিচালক দপ্তর এবং কাপ্তাই ফায়ার স্টেশন আনুষ্ঠানিক পরিদর্শন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।
শনিবার (৮ নভেম্বর) তিনি এই পরিদর্শন করেন।
এ সময় রাঙামাটি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান আনসারী, কাপ্তাই ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন কাপ্তাই উপসহকারী পরিচালকের দপ্তর ও কাপ্তাই ফায়ার স্টেশনের সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের কার্যনিষ্ঠা প্রত্যক্ষ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।











