ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি দীপু

  • আপডেট: Wednesday, October 1, 2025 - 4:25 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড মাতৃ মন্দির, শিলছড়ি দুর্গা মন্দির, ওয়াগ্গাছড়া লোকনাথ মন্দির এবং রাইখালী ত্রিপুরাসুন্দরী কালি মন্দির পরিদর্শন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এইসব মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং ভক্তদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, সম্প্রীতির রাঙামাটিতে সকল সম্প্রদায়ের লোকজন মিলেমিশে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা উদযাপন করছেন। এদেশে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে উৎসব পালন করার। বিএনপি সকল সম্প্রদায়কে নিয়ে এদেশটাকে নতুন করে গড়বে।

পরিদর্শনকালে এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা ও মিজানুর রহমান মিজান, রাঙামাটি জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মহাজন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, সহ-সমন্বয়ক ঝুলন দত্ত, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব ঝুলন দত্তসহ স্ব-স্ব মন্দির পরিচালনা কমিটির সদস্য, বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুজারিরা উপস্থিত ছিলেন।