ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে অধিনায়কের বিদায়

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 6:56 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক কমডোর আমানত উল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেমের বিদায়ী অধিনায়ক কমডোর আমানত উল্লাহ, নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার, বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম। এ সময় গভর্নিং বডির পরিচালনা কমিটির সদস্য, নৌ ঘাঁটির পদস্থ কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।