ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট: Friday, October 24, 2025 - 7:29 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির নাম মো. রকি। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চারা বটতল এলাকার মোহাম্মদ ইসাহক এর ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

ওসি আরও জানান, গত ২৩ (অক্টোবর) বিকেলে কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দিন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাঙামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো. রকিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২০১৬ সালে কাপ্তাই থানায় পিকআপ গাড়ি চুরির মামলা রয়েছে। তখন থানায় উক্ত আসামির বিরুদ্ধে নাম— রানা প্রকাশ রকি, পিতা— মো. ইসহাক, মাতা— মিনু বেগম, সাং— হাজির টেক, ওয়াগ্গা, উপজেলা— কাপ্তাই, রাঙামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। আসামি রকি সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে নিজের নাম ‘রকি’র জায়গায় ‘জামাল’, পিতার নাম মো. ইসাহক এর জায়গায় খালু ‘জাহাঙ্গীর আলম’ এর নাম এবং মাতার নাম ‘পাখি বেগম’-এর জায়গায় খালা ‘মিনু বেগম’-এর নাম ও ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরি করে।

পুলিশ জানায়, আসামিকে শুক্রবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।