ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৯:১২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শনে পার্বত্য সচিব

  • আপডেট: Thursday, December 25, 2025 - 6:53 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক।
জাতীয় পরিচালক ERRD-CHT প্রকল্পের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন এই প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সচিব মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন ও উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) মো. ইলিয়াস, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খন্দকার রেজাউল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহামুদুল হাসান রুবেল, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবুল কাশেমসহ ইউএনডিপি ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।