ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ৮টি মণ্ডপে পালিত হবে শারদীয় দুর্গাপূজা

  • আপডেট: Saturday, September 27, 2025 - 10:29 am

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)।
ষড়ঋতুর অবগুণ্ঠনে গুণ্ঠিত চিরসুন্দর সমৃদ্ধ বাংলার শারদপ্রকৃতির শিশিরভেজা দুর্বাঘাসের ওপর ঝরে পড়া শিউলি ফোটানোর মাতৃবন্দনায় মিলিত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী ভক্তকুল। প্রতিমালয়ে মৃৎশিল্পীদের রং-তুলির আঁচড়ও প্রায় শেষের পথে। এখন শঙ্খধ্বনি, উলুধ্বনি আর শাশ্বত মঙ্গলসংগীতে দেবী দশভুজা দুর্গাকে বরণ করার প্রতীক্ষা কেবল। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে মায়ের আগমনী বার্তা। যা আগামী ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই বছর রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, এই বছর মা দুর্গা মর্ত্যে হাতির পিঠে চড়ে আসবেন, যা সমৃদ্ধি, ভালো বৃষ্টিপাত ও সামগ্রিক অগ্রগতির ইঙ্গিত দেয় এবং মায়ের গমন হবে দোলায়, যা বৈশ্বিক প্রগতির ইঙ্গিত বহন করে।

এদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপো প্রকল্প হরি মন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে দেখা যায়, এসব মন্দিরের প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। এখন সাজসজ্জার কাজ চলছে।

এই সময় কথা হয় চন্দ্রঘোনা মিশন এলাকা সার্বজনীন শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি রিপন কান্তি গুহ ও সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দাশ কিষানের সঙ্গে। তাঁরা জানান, এইবার পূজামণ্ডপকে নান্দনিক রূপে সাজানো হচ্ছে যাতে ভক্তরা এসে মাতৃমূর্তি দর্শন, শারদীয় আবহ ও সমৃদ্ধ সাজসজ্জা দেখে আনন্দ পেতে পারে এবং জগজ্জননীর শ্রীপাদপদ্ম বন্দনার মাধ্যমে জগজ্জয়ী হওয়ার শিক্ষা লাভ করতে পারে।

কেপিএম কয়লার ডিপো প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কান্তি মল্লিক এবং সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল জানান, পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, আমাদের এবারের পূজাঙ্গন হবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের এক অনিন্দ্য সুন্দর মিলনক্ষেত্র।

কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু জানান, এই বছরও কাপ্তাই উপজেলায় ৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এই বছরও বিজয়া দশমীর দিন আগামী ২ অক্টোবর কর্ণফুলী নদীতে জলের তাথৈ নৃত্যের মনোরম দৃশ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিজয়া নৌ-র‌্যালি।