ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল

  • আপডেট: Wednesday, September 24, 2025 - 3:16 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম হাই স্কুল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-০ গোলে চন্দ্রঘোনা কেআরসি স্কুলকে পরাজিত করে কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা।

এসময় কাপ্তাইয়ের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।