কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাকরণ’ প্রকল্পের আয়োজনে কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী এবং ইমাম ও পুরোহিতসহ সর্বমোট ৬০ জন অংশ নিচ্ছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা হতে কাপ্তাই হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব।
এতে সেশন পরিচালনা করেন বারটান-এর প্রশিক্ষক সামিয়া মাহবুবা এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কাওসার আহমেদ।











