ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও নেতা কোর্সের সমাপনী অনুষ্ঠান

  • আপডেট: Sunday, December 14, 2025 - 6:02 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

জেলা নৌ স্কাউটস কাপ্তাইয়ের আয়োজনে ৩ দিনব্যাপী ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স–২০২৫-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক এবং জেলা নৌ স্কাউটস কমিশনার কমডোর আমানত উল্লাহ। এ সময় তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাদের কর্মক্ষেত্রে সফল হতে সহায়তা করবে। এটি তোমাদের মেধা ও মনন গঠনে সহায়ক হবে।

এ সময় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটসের জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ (বিএন), নৌ আঞ্চলিক স্কাউটসের উপকমিশনার (প্রোগ্রাম) এম. জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার এএলটি লিটন চন্দ্র দে, পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার)সহ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের পদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর গান, নাচ ও অভিনয় পরিবেশন করেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া দুই কোর্সে সর্বমোট ৮১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।