ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট: Monday, September 29, 2025 - 8:01 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে জীবতলী আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পের আওতাধীন পানছড়ি পাড়ায় বসবাসকারী সাধারণ শিশুদের জন্য এই স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হয়। এ সময় দূরদূরান্ত থেকে দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ নিতে চিকিৎসা ক্যাম্পে আসেন।
মাননীয় সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসাররা। চিকিৎসা সেবা চলাকালে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি বলেন, ভবিষ্যতেও ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক সহযোগিতা ও বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।