কাপ্তাইয়ে সৌদি পরিবহনের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা মো. ইলিয়াছের
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই–চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহনের গাড়ির (চট্টমেট্রো ব-১১-০৬৭৯) ধাক্কায় মো. ইলিয়াছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. ইলিয়াছ কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদের পুত্র। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
ওসি আরও জানান, মো. ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাই জেটিঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সৌদি পরিবহনের একটি গাড়ির খোলা লকারের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে এলাকাবাসী তাকে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা রাতে এই প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইলিয়াছ হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন।
পুলিশ জানান, ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ গাড়িটি আটক করেছে। গাড়ির চালক মো. মাহবুব পলাতক রয়েছে। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











