কাপ্তাইয়ে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন পাকা স্থাপনা তৈরিতে এসি ল্যান্ড’র বাধা দিলেন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়ি হাজির টেক এলাকায় সরকারি খাস জায়গায় নির্মাণাধীন ২টি পাকা স্থাপনা তৈরিতে বাধা দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ এলাকার এজাহার মিয়া এবং রমজান আলীর ২টি নির্মাণাধীন পাকা স্থাপনা তৈরির সময় ভেঙে ফেলা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. রুহুল আমিন বলেন, সরকারি খাস জায়গায় কোনো স্থাপনা করা আইনত নিষিদ্ধ। তাই আমরা আজকে এই দুইটি নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে দিয়েছি।
এ সময় রমজান আলীর সহধর্মিণী ইউনুস খাতুন এবং এজাহার মিয়ার ছেলে মঈন উদ্দিন বলেন, আমরা ৫০ বছরের অধিক সময় ধরে এই জায়গায় আছি, আমরা এখন কোথায় যাবো।











