কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় চাহিদাভিত্তিক অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমাণ মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণে এলাকার ৩০ জন শিক্ষিত বেকার যুবক/যুবতী অংশ নিচ্ছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকা মসজিদ ভিত্তিক শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো: কবির হোসেন। এসময় তিনি বলেন, সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হতে হবে। কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন, প্রশিক্ষণার্থী মনি আক্তার, ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশ।











