কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে প্রকাশিত জনপ্রিয় মাসিক সাময়িকী রূপসী কাপ্তাই-এর উদ্যোগে শিক্ষা মূলক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। এই বিশেষ সংখ্যায় কাপ্তাই উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং পাড়া কেন্দ্রের বিবরণ পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি-সাহিত্যকাররা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কাপ্তাই হতে প্রকাশিত রূপসী কাপ্তাই-এর মাধ্যমে এই অঞ্চলের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, ভ্রমণ কাহিনি, ঐতিহ্য, খেলাধুলা, শিক্ষা—সর্বোপরি কাপ্তাই উপজেলাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি এই প্রকাশনা অব্যাহত থাকবে।
কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং রূপসী কাপ্তাই-এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমান, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায়কিসলু, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এসময় রূপসী কাপ্তাই-এর বিশেষ সংখ্যাকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম, চন্দ্রঘোনা তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জাফরুল আলম নিজামী, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল শ্যাম, মানবাধিকার কর্মী নূর বেগম মিতা, হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার, লোটাস শিশু সদন আবাসিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুন্নি বড়ুয়া, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে প্রমুখ।











