ঢাকা | অক্টোবর ১৪, ২০২৫ - ৯:২৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 6:06 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এ সময় কাপ্তাই বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা, সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, রাজধানী ঢাকায় ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি পালন করছি। তাঁরা আরও বলেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করতে হবে, চতুর্থ শ্রেণির কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করতে হবে।