ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১, টয়োটা কার জব্দ

  • আপডেট: Monday, September 22, 2025 - 1:17 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি ।। রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি টয়োটা (করোলা) প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেট সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন ও একটি টয়োটা (করোলা) গাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন কবীর চৌধুরী (৩৪)। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা এবং মো. আক্তার হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

বিজিবি জানায়, অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)-এর নির্দেশে নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক আসামি, মালামাল ও গাড়ি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।