ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 6:05 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্তরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে কাপ্তাই শিলছড়িস্থ ফ্লোটিং প্যারাডাইসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

এসময় তিনি বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সঙ্গে খেলে আসছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম, যার নামে করা হয়েছে, তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চাই না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হোক। তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দাবি জানাই-সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তখন যেন কাপ্তাই উপজেলায়ই এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা হয়।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, কৃতি খেলোয়াড় আনিছুর রহমান উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, ক্রীড়া সংগঠক ও চম্পাকুড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক মেম্বার একরাম হোসেন, বিশিষ্ট রেফারি ও ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের, শিলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন, যুব সংগঠক মো. ইব্রাহীম, মোহাম্মদ মাসুদ, ইউসুফ প্রমুখ।