ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৫ - ৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

  • আপডেট: Monday, December 22, 2025 - 4:14 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে অভিযান পরিচালনা করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন।
তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে পাচারকালীন প্রচেষ্টার সময় এই পাখিগুলো উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিসের হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ডলাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বনের মায়াবী পরিবেশের মায়ের কোঠর থেকে ধরে এনে পাচারকারীরা চড়া দামে বিক্রয় করে থাকে, যা বন্যপ্রাণী আইন ২০১২-এর পরিপন্থী। বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে। কেউ যাতে বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করে, সে জন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।