ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 3:48 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

নারীর প্রতি সহিংসতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট এর আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলি রেস্টুরেন্টে আলোচনা সভা এবং রেস্টুরেন্ট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় প্রধান অতিথি বলেন, আমাদের দেশের নারীরা আগের চাইতে অনেক অগ্রগতি লাভ করেছে, সেটা বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা যায়। তারপরও নারীদের প্রতি সহিংসতা এখনও বিরাজমান। এই সহিংসতা ও বৈষম্য নিরসনে সবাইকে সামিল হতে হবে।

 

১১৯ ভায়্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমার সভাপতিত্বে, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট এর সিনিয়র প্রজেক্ট অফিসার সুব্রত খীসার সঞ্চালনায় এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।