ঢাকা | অক্টোবর ২৯, ২০২৫ - ৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট: Wednesday, October 29, 2025 - 6:44 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা সদরের পাম্প হাউজ এলাকা হতে বাদ্যযন্ত্র, প্ল্যাকার্ড ও স্লোগানে স্লোগানে একটি র‍্যালি শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বাসস্টেশনে এসে শেষ হয়। পরে বড়ইছড়িস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ শেষে কাপ্তাই সড়কের বড়ইছড়ি বাসস্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। এ সময় তিনি বলেন,
আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমাদেরকে প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন। রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা প্রমুখ।

আলোচনা সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।