কাপ্তাইয়ে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউট সদর দপ্তরের অর্থায়নে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যাজ কোর্সের উদ্বোধন করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স লিডার মাহাবুব হাসান বাবু।
কোর্স লিডার মাহাবুব হাসান বাবু জানান, কোর্সে ব্যাজ বিতরণ, তাঁবু ইনসিগনিয়া বিতরণ, পতাকা উত্তোলন, আইস ব্রেকিং, কোর্সের মূল উদ্দেশ্য, তাঁবু পরিচিতি, স্কাউট আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার বিজন কুমার দে ও লিটন চন্দ্র দে, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এবি এস সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার), আবু ইসহাক (উডব্যাজার), কল্যাণ বিকাশ তনচংগ্যা (ইউনিট লিডার) ও উমাসিং মার্মা (ইউনিট লিডার)সহ প্রশিক্ষকগণ।
উক্ত ব্যাজ কোর্সে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।











