ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট: Sunday, October 12, 2025 - 6:07 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার টাইফয়েডের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাই শিলছড়ি দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময়
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমাসহ মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৯টি বিদ্যালয়ে মোট ৯টি টিম টাইফয়েডের টিকা কার্যক্রমে একযোগে অংশ নিচ্ছেন। চলবে আগামী মাসের ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতি টিমে ২ জন কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। কাপ্তাই উপজেলায় ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১৫ হাজার ২৪০ জনকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।