ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৫ - ৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জুনিয়র বৃত্তি ও মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা শুরু

  • আপডেট: Sunday, December 28, 2025 - 6:45 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা হতে শুরু হয়েছে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা। এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার সর্বমোট ২৩টি প্রতিষ্ঠান হতে ২ শত ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
এদিকে একই সময়ে কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া মাদ্রাসায় শুরু হয়েছে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবতেদায়ী এবং ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য দাখিল পরীক্ষা। এতে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। তিনি আরও জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা, এবতেদায়ী এবং দাখিল পরীক্ষা মিলিয়ে সর্বমোট ৩ শত ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।