ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:53 pm

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সরকারের অর্থায়নে জীববৈচিত্র্য ও প্রকৃতি পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়।
উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজয় বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিটের ডেপুটি রেঞ্জার টিপু তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, মহিলা কারবারি সাচিংমা মার্মা এবং ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা।
পরে আগত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট প্রকৃতি দল গঠন করা হয়। এতে সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি এলি মার্মা, সম্পাদক সাচিংপ্রু সহ ১২ জন সদস্যকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।