ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 3:49 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতির প্রাণী আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সেই প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালি সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারীর সভাপতিত্বে, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন। খামারিদের পক্ষে বক্তব্য প্রদান করেন লেয়ার খামারী মোঃ আব্দুর রহিম।

র‌্যালি এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা উপস্থিত ছিলেন।