ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ৭:২২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন

  • আপডেট: Wednesday, October 8, 2025 - 5:10 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক জ্যাকলিন তঞ্চংগ্যার উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চংগা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহমদ সেলিম।

এ সময় কিশোর-কিশোরী ক্লাবের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।