কাপ্তাইয়ে আনসারের ৫ শতাধিক সদস্যের প্রশিক্ষণের সনদ বিতরণ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে শিলছড়ি আনসার ব্যাটালিয়ন (৩৫ বিএন), কাপ্তাই, রাঙামাটিতে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় শিলছড়ি আনসার ব্যাটালিয়নের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক জনাব নূরুল আফছার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফসহ ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। আনসার বাহিনীর জন্য গ্রামাঞ্চলের মানুষ নিরাপদে থাকে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এই আনসার বাহিনী। এই বাহিনী দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
১৪ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৫৪০ জন আনসার সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।











