কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির মাছ, বাঁশ, গাছসহ বিভিন্ন ফসল আমাদের সম্পদ। আমরা এ সম্পদকে কাজে লাগিয়ে দেশকে আরও উন্নতির শিখরে নিতে পারি। মাছ ব্যবসাকে সুরক্ষা করতে আইস অতি প্রয়োজন। যেকোনো মাছ রাঙামাটি জেলা এবং কাপ্তাই উপজেলা হতে অন্য জেলা বা শহরে পরিবহন করে নিতে হলে বরফ প্রয়োজন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার এলাকায় একটি আইস প্লান্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন উপরোক্ত মন্তব্য করেন।
বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই আইস প্লান্টের পরিচালক মো. আবু বক্কর ছিদ্দিক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো. ইমতিয়াজ সাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. শাহাবুদ্দিন এবং মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নবী হোসেন। এর আগে সকালে দোয়া মাহফিল, কুরআন খতম পড়ানো হয়। পরে প্রধান অতিথি সুইচ টিপে আইস প্লান্ট উদ্বোধন করেন। এসময় মৎস্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।











