ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ৬:৪১ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, December 4, 2025 - 5:49 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আয়োজনে
রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক কিশোরী অংশ নেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব। তিনি বলেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে।
ফলিত পুষ্টি বিষয়ক তথ্য নিজে জানার পাশাপাশি পরিবার এবং সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই।

স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা এতে সভাপতিত্ব করেন। এসময় বারটান-এর প্রশিক্ষক সামিয়া মাহবুবা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কাওসার আহমেদ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুলের সহকারী শিক্ষক কল্যাণ বিকাশ তঞ্চঙ্গ্যা বক্তব্য রাখেন।

পরে কিশোরীদের মাঝে পুষ্টি প্লেট এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।