ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৭:৩০ অপরাহ্ন

শিরোনাম

কাতারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 5:35 pm

কাতার (দোহা) প্রতিনিধি।
কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইফতেখারুল ইসলাম রিপন (৩৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কাতার সময় ভোর ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নিহত রিপন বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ডের শরীফ পাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রিপন বড়। তিনি কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
রিপনের পরিবার সূত্রে জানা যায়, রিপন সকালে বোনের স্বামীর বাসায় যাওয়ার পথে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রিপন কাতারে একটি ক্লিনার কোম্পানিতে চাকরি করতেন। তাঁর মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।