কাজির হাট বাজারে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই
মু আজিজ, ভূজপুর : ফটিকছড়ি ভূজপুরের কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার ভূজপুর থানার অন্তর্গত কাজিরহাট বাজারের উত্তর মাথায় পুরাতন বাস স্ট্যান্ড এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ত্রিবেণী মিষ্টির দোকান, আবুল কাসেম সওদাগরের চাউলের দোকান, তসলিম মেম্বারের কুকারিজ দোকান,
আলমগীরের গাছের দোকান, তসলিম মেম্বারের বেডিং দোকান, আনসারের মক্কা ও মদিনা হোটেল চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, তাহেরের স্টিলের দোকান,
সেলিম বস্তিন বিসমিল্লাহ হোটেল, নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মুমিন, জামাল পাশা ও ইসলাম তালুকদার সহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়- ভোরে হঠাৎ শোরচিৎকার শুনে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। ৫ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততোক্ষণে ৯/১১টি দোকান পুড়ে ছাই।
ভূজপুরে সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নুরী বলেন- ৯ টি দোকান পুরোপুরি পুড়েছে এছাড়াও প্রায় ১১ টির অধিক দোকান আংশিক পুড়ে গেছে। এতে এক হতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা না করলে তাদের পথে বসা ছাড়া উপায় নেই।
এ ঘটনায় দুপুর নাগাদ ভূজপুর ইউপি চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার – মোজাম্মেল হক চৌধুরী সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময়ে তিনি বলেন ভূজপুরে একটি ফায়ার সার্ভিস স্টেশন হওয়া অতিব জরুরি -এবং ক্ষতিগ্রস্তদের পাশে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।