ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

কাজির হাট বাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ মহড়া 

  • আপডেট: Saturday, February 15, 2025 - 6:27 pm
মু. আজিজ, ভূজপুর : ফটিকছড়ির -বৃহত্তর ভূজপুর কাজিরহাট বাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উত্তর চট্টগ্রাম জোন প্রধান -উপ সহকারী পরিচালক  মু. আব্দুল মান্নান এর নেতৃত্ব এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার
মোঃ আব্দুল কাইয়ুমে’র  পরিচালনায় ফায়ার ফাইটার : মো: রুহুল আমিন, মো.আকরামুজ্জামান, মো.হৃদয়, মো.মনির হোসেন, ড্রাইভার মো.সোহেল রানাকে- সাথে নিয়ে এ  মহড়া পরিচালনা করা হয়।
এসময় জরুরি ভিত্তিতে  প্রাথমিকভাবে আগুন নির্বাপনের কৌশল সেখানে হয়। এসব প্রশিক্ষণের মধ্যে –
১. ড্রামের তেল দিয়ে আগুন নির্বাপন।
২.ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নির্বাপন
৩.গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপন
৪. প্রাথমিক পর্যায়ে সিলিং ব্যান্ডেজ দিয়ে প্রশিক্ষণ করান।
এসময়ে বাজারের বণিক কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মু. নাজিমুদ্দিন বাচ্চু, ইলিয়াস রাজু, ভারপ্রাপ্ত সভাপতি  সেলিম, সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক বখতিয়ার তালুকদার, অর্থ সম্পাদক আহসান উল্লাহ,
সংগাঠনিক সম্পাদক জামাল পাশা,  প্রচার সম্পাদক এমরান সহ আরো অনেকে।
এর আগে  টিম লিডার  মু. আব্দুল কায়ুম বিভিন্ন দোকান পরিদর্শন করে বলেন, শুষ্ক মৌসুমে বাজারের আশেপাশের পুকুর ও খালের পানি পরিষ্কারসহ চায়ের দোকান, ভাতের হোটেল, বেকারিতে সহ ফায়ার এক্সটিংগুইশার আগুন  নির্বাপক যন্ত্র রাখার আহ্বান জানান। এছাড়াও দোকানে  ফায়ার সার্ভিস  লাইসেন্স রাখার কথাও জানান তিনি।
ইউপির চেয়ারম্যান  এস এম এইচ শাহাজাহান চৌধুরী শিপন  জানান , যে কোন বিষয়ে সহযোগিতার প্রযোজন হলে আমি সেবা দিয়ে যাব এবং ব্যবসায়ীদের পাশে আছি।