এবার নতুন ভোটার হয়েছেন চালিতাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের অনুভূতি এরকম— ভোটের মাঠে সরব উপস্থিতি এবং প্রচার প্রচারণায় এখনই কাজিপুর সরগরম করে রেখেছেন সেলিম রেজা। তাকেই কাছে পাই আমরা। ভাই ভেবেছি প্রথম ভোটটি যাতে তাকে দিতে পারি।
এমনি করে আবাল বৃদ্ধ সবার মুখে মুখে উচ্চারিত হচ্ছে সেলিম রেজাই যোগ্য নেতা। গত কয়েকদিন তিনি একের পর এক উপজেলার সোনামুখী ও মাইজবাড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করেছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন। এর আগে তিনি উপজেলার ১২ ইউনিয়ন পৌরসভা ও সদরের চার ইউনিয়নে মিটিং করেছেন।
এক প্রশ্নের উত্তরে সেলিম রেজা বলেন, আমি আপনাদের সেলিম রেজা। ভিন্ন কোন জায়গা থেকে আসি নাই। আমি সব সময়ই আপনাদের পাশে আছি। আশা করি আপনাদের স্নেহ ভালোবাসায় সামনের পথে এগিয়ে যেতে চাই। আমাদের নেতা তারেক রহমানসহ হাই কমান্ড আশা করি সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে তিনি মন্তব্য করে বলেন, এবার কাজিপুরবাসী সঠিক নেতা নির্বাচনের দ্বারপ্রান্তে রয়েছে।