ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:51 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি সকালে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উদ্যোগে স্কুল মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন (২৭ বিজিবি), শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, রশি লম্ফ, লং জাম্প, বেলুন ফুটানো, গ্লাস খেলা, ব্যাডমিন্টন, স্মৃতি পরীক্ষা, পিরামিড তৈরি, শিশুদের মজার খেলা এবং অতিথি মহিলাদের বিশেষ ইভেন্টসহ বিভিন্ন আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে সহায়ক ভূমিকা রাখে। সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।