ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৬ - ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, পার্লামেন্ট সদস্যসহ নিহত ১৫

  • আপডেট: Thursday, January 29, 2026 - 9:27 am

আন্তর্জাতিক ডেস্ক।। কলোম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছে কলোম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে দেশটির পার্লামেন্ট সদস্যসহ দুই ক্রু ও এক নির্বাচনী প্রার্থী রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাইটটি। অবতরণের আগমুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। খোঁজ মেলে ধ্বংসাবশেষেরও।

দুর্ঘটনাকবলিত অঞ্চলটি পাহাড়ি হওয়ায় ও গেরিলাদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে প্রশাসনের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিধ্বস্ত আকাশযানটি ‘বিচক্রাফ্ট ১৯০০ টুইন-প্রপেলার’ মডেলের একটি বিমান। এ ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে প্রশাসন।