ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 1:56 pm

চট্টগ্রাম প্রতিনিধি।।
রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় প্রয়োজন অনুযায়ী কখনো পতেঙ্গা থেকে আনোয়ারা বা কখনো আনোয়ারা থেকে পতেঙ্গাগামী টিউবে ট্রাফিক ডাইভারশন কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণকালে যানবাহনের চাপ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।