ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ৯:৪০ অপরাহ্ন

কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্যারাগন ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 12:51 pm
জুনাত আরমান কর্ণফুলী (চট্টগ্রাম)।।
কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নে প্যারাগন ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটাকে নিষিদ্ধ এলাকায় ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল ৩টায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুস কুমার চৌধুরী বলেন,  নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করায় প্যারাগন ব্রিক ফিল্ড দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া অত্র এলাকায় এই ইটভাটা পরিচালনা করার কারণে জনপরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।পরবর্তীতে এধরনের অভিযান অব্যহত থাকবে।
অভিযানে পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সজীব, কর্ণফুলী থানার এস.আই কাজল ও তার টিম।