কর্ণফুলীতে প্রভাবশালীদের দখলে বিদ্যালয়ের খেলার মাঠ
জুনাত আরমান (কর্ণফুলী) চট্রগ্রাম ।।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোঁয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবর দখল করে রেখেছে দাতা সদস্যের পরিবার। স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভবন বরাদ্দ দেওয়া হলেও তা নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধ দখল থেকে নানাভাবে উদ্ধারে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা বিভিন্ন সময় মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেও জমি উদ্ধার করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের জমি দখলে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ গেছে। এতে করে শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ ছাড়া বিদ্যালয়টিতে আর কোনো মাঠ নেই। শিক্ষার্থীরা সড়কে খেলাধুলা করছে।এতে করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের দখলকৃত জমির উপর টিনের ভেড়া ও সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন জমিদাতার পরিবারের সদস্যরা।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ৬০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ১৯৬২ সালে স্থানীয় জামাল হোসেন নামে এক ব্যক্তি বিদ্যালয়ের নামে ১ একর জমি বিক্রি মূল্যে রেজিস্ট্রি করে দেন। কিন্তু জামাল হোসেনের উত্তরসূরি আবুল কালাম ভূমিদাতা দাবি করে আসলেও কৌশলে এসব জমি নিজের নামে নামজারি করে নেন। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষের মিস মামলায় আবুল কালামের নামজারি বাতিল করে দেন ভূমি অফিস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা পারভিন বলেন, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বিদ্যালয়ের ৮৫ শতক জমি দখলে নিয়ে টিনের বেড়া দিয়ে দখলে নেয় স্থানীয় আবুল কালাম। এখন বিদ্যালয়ের ভবন ছাড়া আর কোনো মাঠ নেই। প্রতিবছর বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু বিদ্যালয়ের জমি উদ্ধার না হওয়ায় নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।











