ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

কথা রেখেছেন শিক্ষকরা, বন্ধের দিনেও চলছে ক্লাস

  • আপডেট: Saturday, October 25, 2025 - 6:22 pm

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা প্রায় ১০ দিনের আন্দোলনে সারাদেশের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছিল। আন্দোলনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ক্ষতি হয়।

আন্দোলন স্থগিতের পর প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকরা আবারও শ্রেণিকক্ষে ফিরেছেন। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও চলছে ক্লাস।

শনিবার (২৫ অক্টোবর) খাগড়াছড়ির দীঘিনালায় ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ছুটির দিনেও পাঠদান করছেন। এর মধ্যে অনাথ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়, উত্তর রেংক্যং উচ্চ বিদ্যালয়, বাবুছড়া উচ্চ বিদ্যালয়, উদাল বাগান উচ্চ বিদ্যালয় ও পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিতে দেখা যায়।

শিক্ষকরা জানান, সরকার এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের তিন দফা দাবির কিছু অংশ মেনে নেওয়ার পর তারা প্রতিশ্রুতি অনুযায়ী শ্রেণিকক্ষে ফিরেছেন। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পুষিয়ে দিতে ছুটির দিনেও পাঠদান অব্যাহত থাকবে।

অনাথ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলী বলেন, “গত সপ্তাহে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা ক্ষতি হয়েছে। তাই ছুটির দিনেও আমরা ক্লাস নিচ্ছি, যাতে তাদের পিছিয়ে পড়া পূরণ হয়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর দীঘিনালায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম—আন্দোলনের কারণে যে পাঠদানের ক্ষতি হয়েছে, তা পূরণে বন্ধের দিনেও ক্লাস নেব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ শনিবার ক্লাস হচ্ছে। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস চলবে।”

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আন্দোলনের সময় নিয়মিত ক্লাস না হওয়ায় তারা পড়াশোনায় পিছিয়ে পড়েছিল। এখন শিক্ষকরা ছুটির দিনেও ক্লাস নিচ্ছেন, এতে তাদের পড়াশোনায় গতি ফিরেছে।