কক্সবাজার-৩ এ কাজলের জন্য মনোনয়ন ফরম নিলেন বিএনপি নেতৃবৃন্দ
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা।
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের হাত থেকে ২২ ডিসেম্বর, সোমবার আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ অনুসরণ করে সীমিত সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম।











