কক্সবাজার-৩ আসনে এনসিপির মনোনয়ন নিয়ে গুঞ্জন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার সদর-৩ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে খালিদ বিন সাঈদের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছে। স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের একটি অংশ তাকে মনোনয়নের উপযোগী হিসেবে দেখছে।
কারণ তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। যদিও এনসিপির কেন্দ্রীয় কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।
ধারণা করা হচ্ছে যে জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় তিনি দৌড়ে এগিয়ে আছেন। খালিদ বিন সাঈদ বলেছেন, দল দায়িত্ব দিলে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে নতুন মুখ বিবেচনা করলে নির্বাচনী সমীকরণে প্রভাব পড়তে পারে।










