কক্সবাজার সৈকতের বালিয়াড়ি থেকে অস্থায়ী স্থাপনা উচ্ছেদ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার (১২ অক্টোবর) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খানের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে অংশ নেয়।
অভিযান চলাকালে সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপিত ৫০টিরও বেশি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান।