কক্সবাজার বায়তুশ শরফে মাহফিলে ইছালে ছওয়াব সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে ফাতেহা-এ-ইয়াজদাহম মাহফিলে ইছালে ছওয়াব সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ মাহফিল শনিবার (৪ অক্টোবর) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভী।
মাহফিলে প্রধান অতিথি বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শেই মানবতার মুক্তি, সমৃদ্ধি, শান্তি ও স্বস্তি নিহিত রয়েছে।”
বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম. এম. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহসহ প্রখ্যাত আলেম-ওলামাগণ।
আখেরি মোনাজাতে আল্লামা শায়খ আবদুল হাই নদভী বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্যের জন্য দোয়া করেন। মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।