ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

কক্সবাজারে রেললাইন পার হতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 5:07 pm

 

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রেললাইনে ট্রেনের ধাক্কায় রেজু আরা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজু আরা চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল। তিনি জানান, রেজু আরা চিকিৎসার উদ্দেশ্যে একা বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

 

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।