কক্সবাজারে প্রথম নারী ওসি হিসেবে যোগদান ফরিদা ইয়াসমিন

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথম নারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন, যা ঈদগাঁও থানা প্রতিষ্ঠার পর প্রথম কোনো নারীর ওসি হিসেবে পদায়ন।
ফরিদা ইয়াসমিন থানা প্রাঙ্গণে পৌঁছালে বিদায়ী ওসি মো. মছিউর রহমানের নেতৃত্বে থানার অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে আফ্রিকার দেশ মালি ও কঙ্গোতে দুই দফায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে বর্তমানে তিনিই সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা।
উল্লেখ্য, কক্সবাজার সদর থেকে ২০২০ সালে আলাদা একটি থানা হিসেবে যাত্রা শুরু করে ঈদগাঁও।