কক্সবাজারে নির্মাণ শ্রমিককে খুন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার শহরের লাইট হাউস পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. সারওয়ার (৩০)। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।
নিহত সারওয়ার ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
ওসি ইলিয়াস খান জানান, লাইট হাউস পাড়ার একটি নির্মাণাধীন ভবনে একসঙ্গে কাজ করছিলেন সারওয়ার ও তাঁর মামাতো ভাই মো. রায়হান। কাজের বিষয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে তর্কাতর্কি ও হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে রায়হান ভাঙা কাঁচের টুকরো দিয়ে সারওয়ারের পেটে আঘাত করেন।
স্থানীয়রা আহত সারওয়ারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে রায়হান পলাতক আছেন বলে জানান ওসি ইলিয়াস খান। তিনি আরও বলেন, “ঘাতককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”